দেশ বিভাগে ফিরে যান

পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত সাংসদ

January 14, 2023 | < 1 min read

কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী আজ সকালে পঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স ছিল ৭৬।


জলন্ধরের সাংসদ সন্তোখ সিং চৌধুরী পাঞ্জাবের ফিল্লাউরে পদযাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হন। তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ফাগওয়ারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তিনি মারা যান।

দলের এক নেতা জানিয়েছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও হাসপাতালে ছুটে যান যেখানে কংগ্রেসের এই প্রবীণ নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত পঞ্জাবে এই যাত্রা স্থগিত করা হয়েছে।

বুধবার ফতেহগড় সাহেব থেকে কংগ্রেসের এই মেগা পদযাত্রার পঞ্জাব লেগ শুরু হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেছেন সন্তোখ সিং চৌধুরীর মৃত্যু “দল ও সংগঠনের জন্য একটি বড় আঘাত”।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jalandhar, #Congress, #RIP, #punjab, #Bharat Jodo Yatra, #Santokh Singh chaudhury

আরো দেখুন