রাজ্য বিভাগে ফিরে যান

মকর সংক্রান্তিতে বদলে গেল আবহাওয়া, ফের কবে নামবে তাপমাত্রার পারদ?

January 15, 2023 | < 1 min read

মেঘলা আকাশ, ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা কলকাতা থেকে জেলাগুলি। বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা পরিষ্কার হচ্ছে। তুলনায় সূর্যের তেজও যথেষ্ট কম। পৌষ সংক্রান্তিতে দাপুটে শীতের দেখা নেই। তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শীঘ্রই রাজ্যে ফের তাপমাত্রার পারদ নামতে শুরু করবে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি বেশি।

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস বাংলায় প্রবেশ করছে। আবার পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল হয়ে গিয়েছে উত্তুরে হাওয়া, সেই কারণেই আচমকা উধাও হয়ে গিয়েছে শীত। তবে রবিবার রাত থেকেই তাপমাত্রা আবার কমতে শুরু করবে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফের কবে চেনা মেজাজে ফিরবে শীত, সেই অপেক্ষায় রাজ্যবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal, #Kolkata

আরো দেখুন