চড়ছে পারদ, ঠান্ডা প্রায় উধাও, রাজ্যে কবে বৃষ্টি? পূর্বাভাস
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
Authored By:

চড়ছে পারদ, হাড়কাঁপানো ঠান্ডা ভ্যানিস। হাওয়া অফিসের পূর্বাভাস, ভোরবেলার দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে পারে আদ্রতাজনিত অস্বস্তি। আজ সকালে বাতাসে আদ্রতার আপেক্ষিক পরিমাণ ছিল ৯৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২৭ থেকে কমে ২৬.২ ডিগ্রি।
বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবারের পর রাজ্যের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে আগামী ২-৩ দিন হালকা বৃষ্টি হতে পারে। ২ দিন ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।