কলকাতা বিভাগে ফিরে যান

ISRO-র গবেষণায় যুক্ত হচ্ছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়ারা

January 16, 2023 | < 1 min read

সারা বিশ্বজুড়ে মহাকাশ এবং মহাবিশ্বের গোপন রহস্যের উন্মোচনে চলছে নিত্য নতুন গবেষণা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতীয় ছাত্রছাত্রীদের আগ্রহ। এই বিষয়ে পিছিয়ে নেই কলকাতাও। আর কিছুদিন পরে মহাকাশে পা রাখতে চলেছে সাউথ পয়েন্ট স্কুল (South Point School)।

দক্ষিণ কলকাতার এই স্কুল নিজেদের ন্যানো-স্যাটেলাইট (Nano Satellite) তৈরি করতে চলেছে। এর নাম হতে চলেছে প্রিয়মভাদাস্যাট (Priyamvadasat)। স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর, সাউথ পয়েন্টের প্রাক্তন ট্রাস্টি এবং সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ( South Point Education Society) প্রাক্তন প্রেসিডেন্ট প্রিয়ংবদা বিড়লার ( Priyamvada Birla) নামে এই ন্যানো স্যাটেলাইট তৈরি করা হয়েছে। প্রিয়ংবদা বিড়লা ছিলেন M.P. Birla গোষ্ঠীর চেয়ারম্যানও। জানা গেছে, এই প্রোজেক্টে অংশ নেবে সাউথ পয়েন্টের ৭৫ জন ছাত্রছাত্রী।

সাউথ পয়েন্ট গোটা পূর্ব ভারতের মধ্যে একমাত্র স্কুল যারা এই কাজ করছে। ISRO-সূত্রে খবর, স্যাটেলাইটের পাশাপাশি তৈরি হতে চলেছে, বিশেষ স্পেস ল্যাব (Space Lab)। এই স্পেস ল্যাবরেটরির কাজ হবে, মহাকাশে অবস্থানকারী এই ন্যানো স্যাটেলাইট থেকে তথ্যাদি গ্রহণ এবং সেই তথ্যাদির বিশ্লেষণ। স্যাটেলাইট উৎক্ষেপণের পর সাউথ পয়েন্ট স্কুল গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ শুরু করবে। নির্মাণে সময় লাগবে চার-পাঁচ মাস। সাউথ পয়েন্টের ছাত্রছাত্রীদের এই কৃতিত্ব নিঃসন্দেহে আগামী প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহ প্রদান করেবে বলে আশা করা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #South Point High School, #nano satellite

আরো দেখুন