← দেশ বিভাগে ফিরে যান
বৈবাহিক ধর্ষণ কি অপরাধ নয়? কেন্দ্রের মতামত তলব শীর্ষ আদালতের
বৈবাহিক ধর্ষণকে (Marital rape) অপরাধ হিসেবে গণ্য করা উচিত কি উচিত নয়, এ প্রশ্ন কোর্ট চত্বরে হাজারবার উঠেছে। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার দাবিতে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছিলেন খুশবু সাইফি। এবার সেই মামলায় কেন্দ্রের মতামত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ কেন্দ্রের মতামত তলব করেছেন। জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রকে মতামত জানাতে বলা হয়েছে। আগামী ২১ মার্চ ওই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে জানা গিয়েছে।