বিরোধীদের ঐক্যবদ্ধ-যুক্তিগ্রাহ্য বিরোধিতায় RVM থেকে আপাতত পিছু হঠল কমিশন?
নয়া ভোট যন্ত্র অর্থাৎ রিমোট ভোটিং মেশিনের প্রচলন নিয়ে গতকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে রিমোট ভোটিং মেশিনের প্রয়োগ প্রসঙ্গে তীব্র আপত্তি জানাল তৃণমূলসহ বিরোধী দলগুলি। ইভিএমের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের অন্ত নেই। রিমোট ভোটিং মেশিনের দ্বারা ভিনরাজ্যে বসবাসকারী ভোটারদের ভোট কীভাবে স্বচ্ছতার সঙ্গে গ্রহণ করা যাবে, তা নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন তৃণমূলের দুই প্রতিনিধি সাংসদ। বিরোধীদের তীব্র আপত্তিতে কার্যত বাধ্য হয়েই অবস্থান বদল করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে রিমোট ভোটিং মেশিন সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার কথা ঘোষণা করেছিল কমিশন। বিরোধীদের আপত্তিতে গতকাল সে সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কমিশন। কমিশন তরফে সব রাজনৈতক দলকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে রিমোট ভোটিং মেশিন প্রসঙ্গে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে।
গতকালের সর্বদলীয় বৈঠকে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে। বিরোধীদের বক্তব্য, কর্মসূত্রে বা অন্য কোনও কারণে, কোন রাজ্যে কত ভিন রাজ্যের মানুষ থাকেন, সেই সম্পর্কিত কোনও তথ্য কমিশন ও কেন্দ্রের কাছে নেই। এছাড়াও রিমোট ভোটিং মেশিনের ভোট প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যেমন ভোটগ্রহণ চলাকালীন পোলিং ও গণনার সময় কাউন্টিং এজেন্টে কীভাবে থাকবে, নির্বাচনী আচরণবিধি থাকবে কিনা। ভিন রাজ্যের ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা থাকে, তা নিয়েও সরব বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন দিন যত এগোচ্ছে সাইবার অ্যাটাকের ঘটনা ক্রমেই বাড়ছে। রিমোট ভোটিং মেশিনও যে সাইবার অ্যাটাকের শিকার হবে না সেই নিশ্চয়তা কাছে কি?
রিমোট ভোটিং মেশিন চালু করার প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য লিখিতভাবে নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।