বঙ্গে চেনা মেজাজে ফিরবে শীত, কবে থেকে বৃষ্টি? জেনে নিন

উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে তবে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে।

January 17, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

গত কয়েক দিনে আচমকাই উধাও হয়ে গিয়েছে শীত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে দুর্বল উত্তুরে হাওয়ার কারণে থমকে ছিল শীত। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে রবিবার রাত থেকেই ফের কমতে শুরু করবে তাপমাত্রার পারদ। বঙ্গে চেনা মেজাজে ফিরবে শীত।

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবহাওয়া আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার থাকবে। কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তাই আজ মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শীত তেমন না থাকলেও রাজ্যে থাকবে কুয়াশার দাপট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে তবে আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen