নভেম্বরেই দেশে আক্রান্ত হতে পারেন ১ কোটি ! ভয়ংকর দাবী সমীক্ষকদের
দেশের করোনা আক্রান্তের সংখ্যা এমনিতেই প্রায় ১০ লক্ষ ছুঁইছুঁই। এর মধ্যেই অশনিসঙ্কেত দিল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স। সংস্থার গবেষকরা করোনা পরিসংখ্যানের দিকে তাকিয়ে বলছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে, সেপ্টেম্বরে ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষে পৌঁছবে। সক্রিয় ভাবে আক্রান্ত থাকবেন দশ লক্ষের বেশি মানুষ।
গবেষকরা আরও বলছেন, সেপ্টেম্বেরর মধ্যে মৃতের সংখ্যাও ১ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। ওই সময় দেশের করোনায় মৃতের সংখ্যা হতে পারে ১ লক্ষ ৪০ হাজার।
একটি রাজ্যওয়ারি সমীক্ষাচিত্রও তুলে ধরেছেন এই গবেষকরা। বর্তমান পরিসংখ্যানের উপর ভিত্তি করেই তাঁরা দেখাচ্ছেন, ওই সময়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হবেন ৬ লক্ষ ৩০ হাজার জন। দিল্লিতেও অন্তত ২ লক্ষ ৪০ হাজার মানুষেক করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা।
সংক্রমণের গতি অনুযায়ী তামিলনাড়ু গুজরাট থাকতে পারে ঠিক এর পরেই।
সমীক্ষকরা এমনও আশঙ্কা করছেন, করোনায় রাশ টানতে না পারলে নভেম্বরে সংক্রমণ পৌঁছবে ১ কোটিতে।