আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

দশ দিনের আইসোলেশন, বাধ্যতামূলক মাস্ক: হঠাৎ নয়া ফরমান জারি WHO-র

January 18, 2023 | < 1 min read

বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে করোনা। সেই সঙ্গে বাড়ছে মহামারীর আতঙ্কও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই প্রাণঘাতী করোনা আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে।

কোভিড-১৯ -এর নয়া ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে মাস্ক পরা এবং ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

একনজরে দেখে নিন WHO-র নয়া গাইডলাইন

আইসোলেশনে থাকার সময়সীমা

  • ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার তারিখ থেকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের।
  • যদি কোনও কোভিড রোগীর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তবে তাদের আইসোলেশন থেকে দ্রুত ছেড়ে দেওয়া যেতে পারে।
  • উপসর্গবিহীন কোভিড রোগীর ক্ষেত্রে বা যে সব ব্যক্তির টেস্টের রিপোর্ট পজিটিভ অথচ তেমন কোনও লক্ষণ দেখা যায় নি, তাদের ৫ দিনের জন্য আইসোলেশনে রাখতে হবে।

কোন কোন ক্ষেত্রে মাস্ক পরা উচিত

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে, জনবহুল স্থানে মাস্ক পরা এখনও প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধের মূল চাবিকাঠি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে –

  • যদি কেউ সম্প্রতি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে
  • যখন কারও করোনা আছে বা সন্দেহ হয়
  • যখন কারও করোনা হওয়ার বেশি সম্ভাবনা থাকে।
  • জনবহুল, বদ্ধ বা অপেক্ষাকৃত কম বায়ুচলাচল স্থানে
TwitterFacebookWhatsAppEmailShare

#World Health Organization, #covid-19, #WHO, #Guidelines

আরো দেখুন