← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
দশ দিনের আইসোলেশন, বাধ্যতামূলক মাস্ক: হঠাৎ নয়া ফরমান জারি WHO-র
বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে করোনা। সেই সঙ্গে বাড়ছে মহামারীর আতঙ্কও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই প্রাণঘাতী করোনা আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে।
কোভিড-১৯ -এর নয়া ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে মাস্ক পরা এবং ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
একনজরে দেখে নিন WHO-র নয়া গাইডলাইন
আইসোলেশনে থাকার সময়সীমা
- ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার তারিখ থেকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের।
- যদি কোনও কোভিড রোগীর র্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তবে তাদের আইসোলেশন থেকে দ্রুত ছেড়ে দেওয়া যেতে পারে।
- উপসর্গবিহীন কোভিড রোগীর ক্ষেত্রে বা যে সব ব্যক্তির টেস্টের রিপোর্ট পজিটিভ অথচ তেমন কোনও লক্ষণ দেখা যায় নি, তাদের ৫ দিনের জন্য আইসোলেশনে রাখতে হবে।
কোন কোন ক্ষেত্রে মাস্ক পরা উচিত
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে, জনবহুল স্থানে মাস্ক পরা এখনও প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধের মূল চাবিকাঠি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে –
- যদি কেউ সম্প্রতি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে
- যখন কারও করোনা আছে বা সন্দেহ হয়
- যখন কারও করোনা হওয়ার বেশি সম্ভাবনা থাকে।
- জনবহুল, বদ্ধ বা অপেক্ষাকৃত কম বায়ুচলাচল স্থানে