চব্বিশে নিঃসঙ্গ BJP! সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শঙ্কার মেঘ অভ্যন্তরীণ রিপোর্টে?
লোকসভা ভোটের আগে হাতে সময় বলতে এক বছর দু-তিন মাস, এখন থেকেই ২৪-কে পাখির চোখ করে রণকৌশল ঠিক করছে সব রাজনৈতিক দল। ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি, কিন্তু দলের অভ্যন্তরীণ রিপোর্টে ঘুম ছুটেছে সকলের। গোদের উপর বিষফোঁড়া এনডিএ-এর জোটসঙ্গী বলে আর তেমন কেউ নেই। ২০২৪-এর লোকসভা ভোট কার্যত একা লড়াতে হবে বিজেপিকে। টার্গেট ৩৫০ আসন। দেশে যা পরিস্থিতিতে তাতে এই টার্গেট পূরণ কি সম্ভব? মাথাচাড়া দিয়েছে সে প্রশ্ন।
দেশজুড়ে রাজ্যে রাজ্যে সমীক্ষা চালিয়ে চোখ কপালে উঠেছে গেরুয়া শিবিরের, দেশের ১৪৪টি লোকসভা আসন চিহ্নিত হয়েছে, যেখানে বিজেপির জয় পাওয়া কার্যত অসম্ভব। সময় যত এগোচ্ছে এমন আসনের সংখ্যা বাড়ছে, ১৪৪ থেয়ে ১৬০। এবার তা আরও বৃদ্ধি পেয়েছে, এখন সংখ্যাটা ১৮০। ৩৫০ অনেক দূর, আগামী লোকসভা ভোট নিয়ে শঙ্কায় বিজেপি। কঠিন ১৮০ আসনের সিংহভাগ না জিততে পারলে সংখ্যাগরিষ্ঠতা আসবে কী করে? সে প্রশ্নের উত্তর খুঁজছে বিজেপি (BJP)। মঙ্গলবার জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেই ২৪-এর লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নিদান দিয়েছেন মোদী, শাহ, নাড্ডারা।
এবার বিজেপি প্রায় সঙ্গীহীন। ২০১৯ সালে ৫৪৩টি আসনের মধ্যে ৪৩৭টিতে লড়েছিল বিজেপি। বাকি আসনে প্রার্থী দিয়েছিল এনডিএ-এর শরিকরা। বিজেপির ঝুলিতে গিয়েছিল ৩০৩টি আসন। জোটসঙ্গীদের মধ্যে শিবসেনা পেয়েছিল ১৮, নীতীশ কুমারের দল পেয়েছিল ১৬ টি আসন, রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টির ঝুলিতে ছিল ৬টি। শিরোমণি অকালির মতো আরও বেশ কিছু শরিক দল, একটি বা দু’টি করে আসনে জয়ী হয়েছিল। মোট এনডিএ জয়ী হয় ৩৫১টি আসনে। ২০১৯ সালের পর কোনও শরিককে ধরে রাখতে পারেননি মোদী। শিবসেনা, সংযুক্ত জনতা দল, অকালি দল, যারা অটলবিহারী বাজপেয়ীর আমল থেকে এনডিএতে ছিল, তারা সকলে একে একে বিজেপির সঙ্গ ছেড়ে দিয়েছে। রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর, তার লোক জনশক্তি পার্টি কার্যত ছত্রভঙ্গ। যদিও এর নেপথ্য বিজেপির আগ্রাসী রাজনীতিকে দায়ী করেন কেউ কেউ।
২৪-এ গোটা ভারতে একা লড়াই করতে হবে বিজেপিকে। এখানেই সমস্যা, কারণ তথাকথিত হিন্দি গো বলয়, উত্তর ও মধ্য ভারতের কিছু রাজ্য ছাড়া বিজেপির সম্ভাব্য জয়ী আসনের কোনও নিশ্চয়তা নেই। দক্ষিণে কেবল কর্ণাটক। আসন্ন বিধানসভা ভোটে সেখানেও ক্ষমতা হারাতে পারে বিজেপি। দাক্ষিণাত্যে বিজেপি দাঁত ফোটাতে পারবে বলে মনে হয় না। এখন বিজেপি এমন বহু আসনকে টার্গেট করেছে, যেগুলিতে ২০১৯ সালে অল্প ব্যবধানে তারা হেরেছে বা জিতেছে। বহু স্বল্প ব্যবধানে জেতা আসনে আগামী লোকসভা ভোটে তারা পরাস্ত হয়ে যেতে পারে, সেই জন্য টার্গেট করা হয়েছে অন্য আসনকে। শোনা যাচ্ছে, বিজেপির নিরিখে বাংলায় ২৪টি আসনকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে বিজেপি। ৩৫০টি আসনের মধ্যে ১৮০টি আসনই কঠিন! ফলে আগামী লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সিঁদুরে মেঘ ঘনিয়েছে বিজেপির অন্দরে।