চড়বে পারদ, ফের কবে দেখা মিলবে চেনা শীতের, কী বলছে হাওয়া অফিস?
আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে।
Authored By:

টানা শীতের ঝোড়ো ইনিংস দিয়ে বঙ্গে শুরু হয়েছিল নতুন বছর। মাঝে কিছুটা ছন্দপতন হলেও ফের মেজাজে ফিরেছিল শীত। কিন্তু দু’দিন পর ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার হেরফেরও হয়েছে সামান্য। রাজ্যে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা ঢাকা থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কারই থাকতে পারে। আগামী ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে।
বর্তমানে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় ও বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই সাগর থেকে জলীয় বাষ্পে ঢুকছে। সে জন্য বাংলার তাপমাত্রা কিছুদিন উর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।