মাধ্যমিকের পরীক্ষার মধ্যেই রাজ্যে উপনির্বাচন! কী করবে মধ্যশিক্ষা পর্ষদ?

রাজ্যের প্রতিমন্ত্রী সুব্রত সাহার মৃত্যর পর খালি হওয়া এই সাগরদিঘির আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ওই দিনই রয়েছে।

January 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

বুধবার তিন রাজ্যে বিধানসভা ভোটের তারিখ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি আসনে উপনির্বাচনের তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিমন্ত্রী সুব্রত সাহার মৃত্যর পর খালি হওয়া এই সাগরদিঘির আসনে আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ওই দিনই রয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরীক্ষার দিন বদলের বিষয় নিয়ে পর্ষদ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে, সিদ্ধান্ত নেবে। শীঘ্রই সেই সিদ্ধান্ত জানিয়ে পর্ষদ বিজ্ঞপ্তি জারি করবে।

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন। উল্লেখ্য, গত বছর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাসের তারিখ ঘোষণার পর রাজ্যে উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদল করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বদল করা হয়েছিল মোট ৩টি পরীক্ষায় দিন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen