বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অধীনে চলা ‘বাংলাশ্রী প্রকল্প’ পেল ‘স্কচ অ্যাওয়ার্ড’
আবারও পুরস্কার এল রাজ্য সরকারের ঝুলিতে। এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ‘স্কচ পুরস্কার’ (SKOTCH Award) পেল বাংলা। বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অধীনে চলে বাংলাশ্রী প্রকল্প। এই প্রকল্পে হস্তশিল্পীরা স্কুলের পোশাক (ইউনিফর্ম) তৈরি করেন। সেই প্রকল্পকেই এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বাংলাশ্রী প্রকল্পে হস্তশিল্পীদের স্কুল ইউনিফর্ম তৈরিতে আর্থ-সামাজিক পরিবর্তন আনার জন্যই এই পুরস্কার। ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে নজিরবিহীন অবদানের জন্য স্কচ গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হবে রাজ্যকে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের হস্তশিল্পীদের আর্থসামাজিকে বদল আনতে স্কুল ইউনিফর্ম তৈরির জন্য বাংলাশ্রী প্রকল্প গ্রহণ করে রাজ্য সরকার। এর ফলে হস্তশিল্পীদের মান আরও বাড়তে থাকে। পাশাপাশি আর্থিকভাবে তাদের আরও উন্নতি হয়। মঞ্জুশ্রী নামক এক সংস্থার তত্ত্বাবধানে লোকসানে চলা এই সংস্থাকে লাভজনক জায়গায় নিয়ে যায় সরকার।
উল্লেখ্য, কয়েকদিন আগে সম্প্রতি শিক্ষা ও শিল্পক্ষেত্রেও অসামান্য অবদানের জন্য স্কচ পুরস্কার পায় রাজ্য। রাজ্যের ঝুলিতে একাধিক স্কচ অ্যাওয়ার্ড রয়েছে। গত বছরের অক্টোবরে মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্লাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর ও সমাজ কল্যাণ দপ্তরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। সব মিলিয়ে একের পর এক স্কচ পুরস্কার এসেছে রাজ্য সরকারের ঝুলিতে। এবার রাজ্যের মুকুটে জুড়ল আরও একটি পালক।এবার সেই তালিকায় যুক্ত হল ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প দফতরের বাংলাশ্রী প্রকল্প।