খেলা বিভাগে ফিরে যান

প্রতিবাদের মঞ্চে রাজনীতি চান না কুস্তিগিররা, নামিয়ে দেওয়া হল বৃন্দা কারাটকে

January 19, 2023 | 2 min read

বুধবার থেকে যন্তর মন্তরের সামনে বসে প্রতিবাদ জানাচ্ছেন দেশের সেরা কুস্তিগিররা। বৃহস্পতিবার কেন্দ্রের দূত হয়ে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন ববিতা ফোগাট। তবে নিজেদের এই আন্দোলনের মঞ্চকে কোনও রাজনৈতিক দলকে ব্যবহার করতে দিতে চাননা বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এদিন ধর্নামঞ্চে সিপিআইএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট গেলে তাঁর সঙ্গে প্রতিবাদী কুস্তিগিররা কথা বলতে চাননি। বৃন্দা কারাট প্রতিবাদীদের মঞ্চে এলে, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুলিয়া বলেন, ‘ম্যাডাম আপনাকে অনুরোধ করছি, আপনি অনুগ্রহ করে মঞ্চ থেকে নেমে যান। দয়া করে এখানে কোনও রাজনীতি করবেন না। এটা ক্রীড়াবিদদের প্রতিবাদ মঞ্চ’।

বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরদের হাত ধরে এ যাবৎ ভুরি ভুরি পদক এসেছে ভারতের ঘরে। আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা মানেই ভারতীয় কুস্তিগিরদের দাপট। তাঁদেরকেই এখন দিল্লির কনকনে ঠান্ডায় দিনভর অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে! সারা দেশে যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে কুস্তিগির ভিনেশ ফোগতের মন্তব্য। বুধবার তিনি নয়াদিল্লির যন্তরমন্তরে ধর্না মঞ্চে বলেছিলেন, কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিং মহিলা ক্রীড়াবিদদের নিয়মিত যৌন হয়রানি করেন। শুঘু ব্রিজভূষণই নন, কুস্তি ফেডারেশন (WFI) কোচদের বিরুদ্ধেও যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন ভিনেশ।


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ না করা পর্যন্ত এই ধরনা চলবে বলে জানান অ্যাথলিটরা। এমনকী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দেশের প্রথমসারির কুস্তিগিররা কোনও জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন না বলেও হুশিয়ারি দেন তাঁরা। স্বাভাবিকভাবেই দেশের ক্রীড়াজগতে আলোড়ন পড়ে যায়।

ববিতা কুস্তিগিরদের সঙ্গে দেখা করার পর বলেন, “আমি ওদের জানিয়েছি যে, কেন্দ্রীয় সরকার ওদের পাশে রয়েছে। আমি চেষ্টা করব যাতে আজকের মধ্যেই সব সমস্যা মিটে যায়।” ববিতা এক সময় হরিয়ানার ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তিনি এর আগে টুইট করে লেখেন, “আমি আমার সতীর্থদের পাশে আছি। তোমাদের আশ্বস্ত করছি যে, এই বিষয় নিয়ে আমি সরকারের সঙ্গে কথা বলব। এবং সেই সিদ্ধান্তই নেওয়া হবে যা কুস্তিগিররা ঠিক মনে করবে।”


ইতিমধ্যেই এই ব্যাপারে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চেয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এক বিবৃতিতে ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, “অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা যে প্রতিবাদ করেছেন এবং জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ও কোচেদের বিরুদ্ধে যে যে অভিযোগ করেছেন, তাকে মাথায় রেখে জাতীয় কুস্তি সংস্থার কাছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যে হেতু কুস্তিগিরদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারটি এর সঙ্গে জড়িত, তাই তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রক। যদি ৭২ ঘণ্টার মধ্যে উত্তর না পাওয়া যায়, তা হলে জাতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে ক্রীড়াবিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Wrestlers, #Protest, #politics, #Brinda Karat

আরো দেখুন