বঙ্গে কি ফের জাকিয়ে শীত পড়বে? জেনে নিন
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। তারপরের তিন-চারদিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
Authored By:

মাঘের শুরুতে শীত ফিরলেও, ফের সামান্য বাড়ল বঙ্গের তাপমাত্রা। আজ শনিবার বজায় থাকবে শীতের কামড়। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস আশপাশে থাকতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে।
পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। যে কারণে ২২ তারিখ সোমবার থেকেই চড়বে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। তারপরের তিন-চারদিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী তিনদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে আগামী ৩ দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ায় বাড়তে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে চলতি সপ্তাহে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায়।