রাজ্য বিভাগে ফিরে যান

চলতি মাসের শেষে কলকাতায় বসতে চলেছে শিল্প মেলার আসর

January 22, 2023 | < 1 min read

এ বার শিল্প মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম, ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বাংলার পাখির চোখ ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি। তাই এবারও শিল্প মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। স্থান ঠিক হয়েছে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন। আগামী ২৫-২৯ জানুয়ারি পর্যন্ত চলবে ‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো ২০২৩’ মেলা।

শিল্প নিগম সূত্রে খবর, এই মেলায় অংশ নেবে একাধিক দেশি-বিদেশি ব্যবসায়িক গোষ্ঠী ও বণিকসভা। এই মেলার মূল উদ্দেশ্য হল, কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা এবং খুচরো ব্যবসায় বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করা। এই ৫ দিনের মেলা বা সম্মেলন শেষে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া যাবে বলে আশাবাদী রাজ্য।

সূত্রের খবর অনুযায়ী, শিল্প মেলায় ১৫টি দেশের বিনিয়োগকারীদের সামনে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরা হবে। শিল্পপতিরা সেই সব পর্যটন কেন্দ্রে বিনিয়োগ করলে কিভাবে লাভবান হবেন, সে বিষয়েও আলোচনা হবে। এছাড়াও রাজ্যের পরিবহণ, শিল্পবান্ধব পরিবেশ, শিল্প প্রকল্প রূপায়ণে সরকারি সাহায্যের বিষয়গুলি তুলে ধরা হবে এই মেলায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trade Expo 2023, #West Bengal, #Business

আরো দেখুন