দ্বিতীয় রাউন্ডে হার, অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া

প্রথম রাউন্ডে জিতলেও, দ্বিতীয় রাউন্ডে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া

January 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রথম রাউন্ডে জিতলেও, দ্বিতীয় রাউন্ডে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলস থেকে ছিটকে গেলেন সানিয়া। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচ সরাসরি সেটে জিতেছিলেন ভারতীয় টেনিস তারকা। কিন্তু আজ দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে সানিয়া এবং কাজাখস্তানের আনা ড্যানিলিনার জুটিকে হারাল ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি। ​​আজ প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হারের পর, দ্বিতীয় সেটে কামব্যাক করেন সানিয়া-ড্যানিলিনা জুটি। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান। কিন্তু তৃতীয় তথা ম্যাচের নির্ণায়ক সেটে ৬-২ ব্যবধানে সেট হার হয় সানিয়েদের।

উল্লেখ্য, সানিয়া আগেই ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের পর পেশাদার টেনিস জীবনকে বিদায় জানাবেন তিনি। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়ে, অবসরের দিকে আরও এক ধাপ এগোলেন সানিয়া। যদিও চলতি অস্ট্রেলিয়ান ওপেনে রোহন বোপান্নার সঙ্গে জুটিতে মিক্সড ডাবলসে খেলছেন সানিয়া। শনিবার মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের জিতে দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন সানিয়া-বোপান্না জুটি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন