← খেলা বিভাগে ফিরে যান
আইসিসির বর্ষসেরা টি ২০ দলে তিন ভারতীয় ক্রিকেটার, দেখুন সেই তালিকা
আইসিসিতেও জয়জয়াকার ভারতের। সোমবার ঘোষিত হয়েছে ২০২২-এর সেরা টি-২০ দল। সেখানে ভারতীয় দলের একাধিক ক্রিকেট তারকা জায়গা পেয়েছেন। সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে এই দলে তিন ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
গত বছর শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ। দীর্ঘদিনের রানের খরা কাটিয়ে ব্যাটিং লাইনে ভারতের ঝুলিতে এসেছে একেরপর এক সাফল্য। তাঁদের নজরকাড়া পারফরম্যান্সের ভিত্তিতে প্রত্যাশিতভাবেই এই তালিকায় জায়গা করে নিয়েছেন ৩ ভারতীয় তারকা।
দেখে নিন কারা কারা জায়গা পেল ২০২২-এর বর্ষসেরা পুরুষ টি-২০ দলে?
- জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার) (ইংল্যান্ড)
- মহম্মদ রিজওয়ান (পাকিস্তান)
- বিরাট কোহলি (ভারত)
- সূর্যকুমার যাদব (ভারত)
- গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
- সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
- হার্দিক পান্ডিয়া (ভারত)
- স্যাম কুরান (ইংল্যান্ড)
- ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা)
- হারিস রউফ (পাকিস্তান)
- জশ লিটল (আয়ারল্যান্ড)