বঙ্গ থেকে কি বিদায় শীতের? কী বলছে হাওয়া অফিস
রাজ্য থেকে এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্নাবর্তের কারণে তাপমাত্রা সামান্য ওঠানামার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিছুটা ফিরবে শীতের আমেজ। তবে, হাড় কাঁপানি শীত আর পড়বে না।
দক্ষিণবঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। পরে অস্থায়ীভাবে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যাবে। রবি ও সোমবার নামবে পারদ। এর পরবর্তী ২ দিন তাপমাত্রা আবারও চড়তে শুরু করবে। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। রবি ও সোমবারের পরবর্তী ২ দিন চড়বে তাপমাত্রার পারদ।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮-৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন ও তাপমাত্রা দুটোই স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাই আগামী পাঁচদিন বজায় থাকবে।