← রাজ্য বিভাগে ফিরে যান
শীত ফের স্বমহিমায় ফিরছে? কী বলছে আবহাওয়া দপ্তর
গত সপ্তাহে পারদ বাড়ছিল প্রতিদিন। হঠাৎই ভোলবদল আবহাওয়ার।
শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি, আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর অনুযায়ী সোমবার থেকে আগামী কিছুদিন আরও কমতে চলেছে তাপমাত্রা। শীতের ব্যাটিং চলবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।
দক্ষিণবঙ্গে পারদ কমার পূর্বাভাস দিলেও উত্তরবঙ্গে পারদ বাড়ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের মতে শীত একেবারে বিদায় নেয়নি। ঠান্ডা আবারও পড়তে শুরু করেছে কলকাতা সহ গোটা বাংলায়।