রাজ্য বিভাগে ফিরে যান

করোনার দাপট অব্যাহত, বাংলায় আক্রান্ত আরও ১৬৯০

July 17, 2020 | < 1 min read

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যে সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। অব্যাহত মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১,৬০০ জনের জনের বেশি আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ২৩ জন।

গত কয়েকদিন থেকে রাজ্যে প্রতিদিন নয়া আক্রান্তের সংখ্যা দেড় হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এদিন রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ১১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩৫ জন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪১৫ জন। সুস্থতার হার ৫৯.২৯ শতাংশ। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে আরও ১৩ হাজার ৬৭৯ জনের।

রাজ্যের মধ্যে কলকাতার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। শহরে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত একদিনে শহরে আরও ৪৯৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। ফলে কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৪৭১ জন। উত্তর ২৪ পরগনা থেকে আরও ৪০৩ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। ফলে জেলায় এখনও পর্যন্ত ৭ হাজার ৩৫ জন ভাইরাসে আক্রান্ত হলেন। এদিকে, আরও ১৮৩ জন নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৫৭৩ জন। পাশাপাশি অন্য জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় আরও ১৪৬ জন, হুগলিতে ৮১ জন, মালদায় ৬৯ জন এবং দার্জিলিংয়ে ৭৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। একমাত্র কালিম্পং জেলা থেকে নতুন করে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Corona Update, #Bengal Fights Corona

আরো দেখুন