কলকাতা বিভাগে ফিরে যান

বইমেলায় বইপ্রেমীদের যাওয়া-আসা নিশ্চিত করতে থাকছে অসংখ্য বাস

January 31, 2023 | < 1 min read

শুরু হয়ে গিয়েছে বাঙালির চোদ্দতম পার্বন বইমেলা। আজ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে কলকাতা বইমেলা। সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে মেলা হচ্ছে। মেলায় আসা মানুষদের যাতায়াত নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বাংলার পরিবহণ দপ্তর। সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রতিদিন প্রায় ৩০০ বাস সল্টলেক করুণাময়ী মেলাপ্রাঙ্গণ ছুঁয়ে যাতায়াত করবে যাতায়াত করবে। ছুটির দিনে সংখ্যাটা আরও ১০০ বেড়ে চারশ বাস চলবে।

করুণাময়ী বাস টার্মিনাস থেকে শহর ও শহরতলির অনেকগুলি রুটের বাস ছাড়বে। করুণাময়ী থেকে এসি এবং নন এসি দু’রকম বাসই পাবেন সাধারণ মানুষ। শিয়ালদহ, হাওড়া, রাজাবাজার, মন্দিরতলা, শকুন্তলা পার্ক, পর্ণশ্রী, জোকা, ঠাকুরপুকুর, গড়িয়া, টালিগঞ্জ, কামালগাজি, যাদবপুর, গড়িয়াহাট, উল্টোডাঙা, দমদম স্টেশন, বারাসত, বারাকপুর, বারুইপুর এবং সাঁতরাগাছি; প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সরকারি বাস দাঁড়াবে করুণাময়ীতে। আজ দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক প্রায় ১০০টি বাস শুধুমাত্র করুণাময়ী থেকে শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করবে। শনি এবং রবি ছাড়াও অন্যান্য ছুটির দিনে সংখ্যাটা বেড়ে ১৮০ হবে। বইমেলা স্পেশাল বাস সার্ভিসও থাকছে। বইমেলার জন্য বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Book Fair, #buses

আরো দেখুন