বিনোদন বিভাগে ফিরে যান

প্রতীক্ষার অবসান, অবশেষে জনসমক্ষে প্রিয়ঙ্কার মেয়ে মালতী

January 31, 2023 | 2 min read

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং স্বামী নিক জোনাস আজ আনুষ্ঠানিকভাবে তাদের মেয়েকে জনসমক্ষে আনলেন। বিশ্ব সুন্দরী মায়ের মতনই সৌন্দর্য পেয়েছেন একরত্তি।

এই প্রথমবার ক্যামেরার সামনে সাদা জামা, মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ডে নিক-প্রিয়ঙ্কার মেয়ে মালতী।

সম্প্রতি হলিউড ওয়াক অফ ফেম ইভেন্টে অংশ নিয়েছেন মেয়ে মালতীকে নিয়ে নিক-প্রিয়ঙ্কা দম্পতি।

২০২২-এ জানুয়ারি মাসের ২২ তারিখ সারোগেসির মাধ্যমে জন্ম হয় মালতীর।

প্রি-ম্যাচিওর বেবি মালতী চোপড়া জোনাসকে জন্মের পরে প্রায় একশ দিন আইসিইউ-তে রাখতে হয়েছিল

মায়ের কোলে খেলা করছে ছোট্ট মালতী। গত ২২ জানুয়ারি তার এক বছর পূর্ণ হয়েছে।

সংবাদমাধ্যমকে এই প্রথম মেয়ের ছবি তোলার অনুমতি দিল নিক-প্রিয়াঙ্কা।

‘জোনাস ব্রাদার্স’-এর ‘ওয়াক অফ ফেম’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। মায়ের কোলে বসে সানগ্লাস নিয়ে খেলা করছিল মালতী।

এর আগে মেয়ে মালতীর মুখ ঢাকা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hollywood, #Priyanka Chopra, #Nick Jonas, #Malti Marie, #Bollywood

আরো দেখুন