দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গোমূত্র খাই তাই ভালো থাকি-গাধারা এসব বুঝবে না: দিলীপ ঘোষ

July 17, 2020 | 2 min read

গোরুর দুধে সোনা নাকি সোনা পাওয়া! গত বছর নভেম্বর মাসে এমনই তত্ত্বের কথা শুনিয়ে রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যা নিয়ে বিস্তর বিতর্ক, হাসিঠাট্টাও চলেছিল। আবার যেন সেই দিন ফিরিয়ে আনলেন দিলীপ বাবু। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন বলেন, ‘আমরা গোরুর দুধ, গোমূত্র খাই তাই ভাল থাকি’!

প্রতিদিনই প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গিয়েছে মদের দোকান। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো। যারা মদ খায় খাবে, আমরা খাব গোমূত্র, গোরুর দুধ।’

এখানেই থামেননি তিনি। দলীয় কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস পালন করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।’ যদিও সমাদ সুস্থ থাকার কথা মুখে বললেও এদিন তাঁর দুর্গাপুরের জমায়েত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একদল লোক নিয়ে দিলীপ বাবু যখন এহেন বক্তব্য রাখছেন, তখন তাঁর মুখে ছিল না মাস্ক। যদিও বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, ‘আমরা সমস্ত নিয়ম মেনেই সভা-সমাবেশ করছি।’

তবে, গোমূত্রের হয়ে সওয়াল করতে গিয়ে তিনি তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তাঁর কথায়, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র খেয়ে ভাল থাকব। আমরা গোরুকে মা বলি। তাঁর সেবা করি। গাধারা গোরুর কথা বুঝবে না!’

উল্লেখ্য, গত বছর নভেম্বরে বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষের দাবি ছিল, ‘বিদেশি গোরু গো মাতা নয়।’ এখানেই থেমে থাকলে একটা কথা হত, কিন্তু তারপর দিলীপ ঘোষ যা বলেছিলেন, তাতে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। তাঁর মন্তব্য ছিল, ‘আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়। আর বিদেশি গোরু তো হাম্বা হাম্বাও ডাকে না।’ এরপরই বহুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রল হন বিজেপির রাজ্য সভাপতি। তবে, সেসব যে তিনি পাত্তা দেননি তেমন, এদিন ফের প্রমাণ করে দিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durgapur, #Cow Urine, #dilip ghosh

আরো দেখুন