← বিবিধ বিভাগে ফিরে যান
এবার আমূলের বিজ্ঞাপনে বাঙালির বইমেলা
শুরু হয়ে গিয়েছে বাঙালির চোদ্দতম পার্বন বইমেলা। এবার বইমেলাকে বিজ্ঞাপনে নিয়ে এল আমূল। বলবাহুল্য, আমূল নানা বিধ বিষয় বিজ্ঞাপন বানায়। বইপ্রেমীদের আবেগকে হাতিয়ার করেই তারা বিজ্ঞাপন বানালো। গত তিনদিন ধরে কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষ্যে একটি বিজ্ঞাপন সিরিজ সমাজ মাধ্যমে পোস্ট করছে আমূল। প্রতিটি পোস্টে দেখা যাচ্ছে, কলকাতা বইমেলায় বইয়ের দোকানগুলিতে ঘুরে বেড়াচ্ছে আমূল গার্ল। সে বই কিনছে, পাতা উল্টে দেখছে। সেই সঙ্গে লেখা থাকছে দু-লাইনের ছন্দে মোড়া বার্তা।
বিজ্ঞাপনে রবি ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায় ও সত্যজিৎ রায়কে তুলে ধরা হয়েছে এখনও পর্যন্ত। লেখা হচ্ছে, ‘ মগজের পুষ্টি যোগায়/ সত্যজিৎ রায়’, ‘ভাবনায় তা দেয়/ মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘মনের ক্লান্তি করে দূর/ রবীন্দ্রনাথ থাকুর’।