← খেলা বিভাগে ফিরে যান
প্রয়াত প্রবীণ ফুটবলার ও ময়দানের ‘জংলাদা’ পরিমল দে
মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা ময়দানের ‘জংলাদা’। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পরিমল দের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন পরিমল দে অ্যালঝাইমারে আক্রান্ত ছিলেন।
১৯৬৪ সালে উয়ারি থেকে ইস্টবেঙ্গলে সই করেছিলেন পরিমল দে। ৬ বছর লাল হলুদ জার্সিতে ফরোয়ার্ড পজিশনে খেলেছেন ময়দানের জংলা দা। ইস্টবেঙ্গলের অধিনায়ক হন ১৯৬৮ সালে।
১৯৭০ সালের আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল হারায় ইরানের পাস ক্লাবকে যেখানে লাল হলুদের হয়ে বিশেষ ভূমিকা পালন করেন পরিমল দে। পরিবর্ত হিসেবে নেমে ইরানের বিরুদ্ধে জয়সূচক গোল করেন তিনি। জয়ের পর সমর্থকদের কাঁধে চেপে মাঠ ছাড়েন পরিমল দে।
ইষ্টবেঙ্গল, মোহনবাগান ও বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন পরিমল দে । ইস্টবেঙ্গল তাদের প্রিয় জংলা দাকে ২০১৪ সালে জীবনকৃতি সম্মানে ভূষিত করে।