ভারতের ব্যাটে-বলের দাপটে কুপোকাত কিউয়িরা, সিরিজ জয় Team India-র
ব্যাটে-বলে আজ দাপট দেখালো টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে ভারতের দুর্দান্ত ফিল্ডিং ও হার্দিক, শিবম মাভি, অর্শদীপদের অনবদ্য বোলিংয়ের সামনে টিঁকেই পারল না কিউইরা। আমদাবাদে মিচেলদের ইনিংস শেষ হয়ে গেল ১২.১ ওভারে ৬৬ রানে।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি করেন ১৭ বলে ৩০ রান। শুরুতেই মাত্র ১ রানে আউট হয়ে যান ইশান কিষাণ। তবে আজকের ম্যাচেও হাল ফেরালেন পঞ্চম ভারতীয় ব্যাটার শুভমন। তিনি অপরাজিত থেকে ৬৩ বলে করেন ১২৬ রান। ১২টি চার এবং ৭টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। এছাড়া রাহুল ত্রিপাঠি করেন ২২ বলে ৪৪ রান। সূর্যকুমার যাদব ১৩ বলে ২৪ রান। হার্দিক পান্ডিয়া ঝোড়ো ব্যাটিং-এ করেন ১৭ বলে ৩০ রান। দীপক হুডা ২ বলে ২ রান করেন। ২০ ওভার খেলে ভারত চার উইকেটে করে ২৩৪ রান।
জিততে হলে করতে হবে ২৩৫ রান, এই অবস্থায় ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড (New Zealand)। এই ম্যাচে সর্বোচ্চ চার উইকেট পান হার্দিক পান্ডিয়া। তিনি দুর্ধর্ষ বোলিং-এর দাপটে তুলে নেন ফিন অ্যালেন (৩), গ্লেন ফিলিপস (২), ফার্গুসন (০), ব্লেয়ার টিকনার (১)-এর উইকেট। আর্শদীপ সিং পান দুটি উইকেট (ডেভন কনওয়ে ,মার্ক চ্যাপম্যান)। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ২৫ বলে ৩৫ রান করার পর উমরানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান, মালিক পান দুটি উইকেট। এছাড়াও শিবম মাভি পান ২ উইকেট। কিউইদেরদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচে ১৬৮ রানে জয়ী হল ভারত। একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল হার্দিকরা।