রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে ঠান্ডার আমেজ, ফের জাঁকিয়ে শীত?

February 3, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে শীতের শেষ ইনিংস শুরু হয়েছে। তবে যাওয়ার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জমে উঠেছে ঠান্ডার স্পেল। আগামী কয়েক দিন ভোরের দিকে বজায় থাকবে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরের ঘোরাফেরা করছে৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭১ শতাংশ৷

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের একবার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে৷ উত্তরের জেলাগুলিতে ঠান্ডার ইনিংস জারি রয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather Update, #West Bengal Weather updates

আরো দেখুন