রাজস্থান সরকার ফেলতে বিধায়কদের ঘুষ বিজেপির – শুনুন সেই অডিও টেপ

সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

July 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজস্থান সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে শোনা গিয়েছে। সেজন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুললেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

শুক্রবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) একটি অভাবনীয় টেপ চালিয়েছিল সংবাদমাধ্যম। তাতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিজেপি নেতা সঞ্জয় জৈন এবং কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মাকে বিধায়কদের ঘুষ দেওয়া এবং রাজস্থান সরকার ফেলার কথা বলতে শোনা গিয়েছে।’

একইসঙ্গে সচিন পাইলটকেও জনসমক্ষে এসে নিজের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন সুরজেওয়ালা। তিনি বলেন, ‘সচিন পাইলটের সামনে এগিয়ে আসা উচিত এবং বিজেপিকে বিধায়কদের তালিকা দেওয়ার অভিযোগের বিষয়ে জনসমক্ষে নিজের অবস্থান স্পষ্ট করুন।’

শুনুন সেই অডিও টেপগুলি (এই টেপগুলির সত্যতা আমরা যাচাই করিনি। এর দায়বদ্ধতাও দৃষ্টিভঙ্গির নয়)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen