আর কত দিন থাকবে শীতের আমেজ? জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে শীতের শেষ ইনিংস শুরু হয়েছে। তবে যাওয়ার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডা নিজের অস্তিত্বে জানান দিচ্ছে! আরও নামল পারদ। রাতের তাপমাত্রা পৌছে গেল ১৪ এর ঘরে। দিনের তাপমাত্রাও সামান্য কমে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। পশ্চিমাঞ্চলের জেলায় ১২-র ঘরে নামল রাতের তাপমাত্রা। পয়লা ফেব্রুয়ারি ১৯.৯ ডিগ্রি ছিল তাপমাত্রা। অর্থাৎ চার দিনে পাঁচ ডিগ্রি পারাপতন।
তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শেষের দিকে শীত। আর তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছেই ঘোরাফেরা করবে। তবে আগামী কয়েক দিন শীতের আমেজ বজায় থাকবে। বেশি ঠান্ডা অনুভূত হবে উত্তরের জেলাগুলিতে।
কলকাতায় ২ ফেব্রুয়ারি ১৬.৫ ডিগ্রি ছিল তাপমাত্রা। সেখানে ৩ ফেব্রুয়ারি তা হয় ১৫.২ ডিগ্রি এবং ৪ ফেব্রুয়ারির তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি।পাঁচ দিনের এই মিনি স্পেল সোমবার অর্থাৎ ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।