বিনোদন বিভাগে ফিরে যান

মরুশহরে বিয়ের আসর, সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা

February 7, 2023 | 2 min read

বিয়ের পর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির বিয়ে উপলক্ষ্যে জয়সলমিরে বসেছে চাঁদের হাট! জয়সলমিরের সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। মরুশহরেই চার হাত এক হল বলিপাড়ার দুই তারকার। নিমন্ত্রিতদের তালিকা একশোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। রবিবারই রাজস্থান পৌঁছে গিয়েছিলেন পরিচালক করণ জোহর, অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত, আম্বানি-কন্যা ঈশা। প্রসঙ্গত, কিয়ারা ও ঈশা একই সঙ্গে স্কুলে পড়তেন, সেই তখন থেকেই বন্ধুত্ব।

বিয়ের পর নবদম্পতি

গত দু-তিন দিন ধরেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে উপলক্ষ্যে হইহুল্লোড় চলছে। ধাপে ধাপে মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ হয়েছে। শোনা যায়, ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্ক তৈরি হয়। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল আজ। দিল্লি ও মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন আয়োজন করা হয়েছে। দিল্লিতে রিসেপশন হচ্ছে পরিবারের আত্মীয়স্বজনের জন্য। আর অন্যটি ইন্ডাস্ট্রির সহকর্মীদের জন্য আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে, মুম্বইয়ের পার্টি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ভালোবাসার মুহূর্তে নবদম্পতি
নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি
TwitterFacebookWhatsAppEmailShare

#Sidharth Malhotra, #Sidharth Kiara Wedding, #Bollywood, #Kiara Advani

আরো দেখুন