ফের বিশ্বজয় ভারতের, একমাত্র ভারতীয় হিসেবে তৃতীয়বার গ্র্যামি জয় রিকি কেজের

গ্র্যামি জয়ের পর সমাজ মাধ্যমে রিকি লেখেন, তৃতীয়বার গ্র্যামি পুরস্কার পেয়ে কৃতজ্ঞ তিনি। রিকি আরও লেখেন, এই পুরস্কার তিনি ভারতকে উৎসর্গ করছেন।

February 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বিশ্বজয় ভারতের, একমাত্র ভারতীয় হিসেবে তৃতীয়বার গ্র্যামি জিতলেন সুরকার রিকি কেজ। এই জয় দেশকে উৎসর্গ করেছেন রিকি। গ্র্যামির মঞ্চে একের পর এক নজির গড়েছেন তিনি। বিখ্যাত অ্যালবাম ডিভাইন টাইডসের জন্যে সেরা অডিও অ্যালবাম বিভাগে জয়ী হয়েছেন এই ভারতীয় সুরকার। ‘দ্যা পুলিশ’ রক ব্যান্ডের জন্যে কিংবদন্তি রকস্টার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি।

গ্র্যামি জয়ের পর সমাজ মাধ্যমে রিকি লেখেন, তৃতীয়বার গ্র্যামি পুরস্কার পেয়ে কৃতজ্ঞ তিনি। রিকি আরও লেখেন, এই পুরস্কার তিনি ভারতকে উৎসর্গ করছেন। রিকির পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছেন। এর আগে ২০২২ ৭ নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি কেজ। প্রসঙ্গত, ২০১৫ সালে উইন্ডস অফ সামসারা অ্যলবামের জন্যে প্রথমবার গ্র্যামি জিতেছিলেন রিকি। মার্কিন মুলুকে জন্ম হলেও বেশ কিছু বছর ধরে ভারতেই থাকেন রিকি কেজ। গ্র্যামির মঞ্চে ৩২ বার পুরস্কার জিতে নিয়ে সর্বকালীন নজির গড়েছেন বিয়ন্সে। চলতি বছর ‘রেনেসঁ’-অ্যালবামের জন্য ৩২তম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন তিনি। বিয়ন্সের গান ইতিমধ্যেই বিলবোর্ডের সর্বকালের সেরা গানের অ্যাখা পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen