রাজ্য বিভাগে ফিরে যান

ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বঙ্গে শীত বিদায়ের বার্তা?

February 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ফের চড়ছে তাপমাত্রার পারদ। শীতের বিদায়ের সময় খামখেয়ালি আবহাওয়া। দিনের বেলায় গরম আর রাতে শিরশিরে ঠান্ডা। ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ওঠানামা করবে রাজ্যের তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশের আশেপাশে। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি শুক্রবার আবার তাপমাত্রা কমবে। ১১ ও ১২ তারিখ তাপমাত্রা সামান্য বাড়বে। ১১ ও ১২ ফেব্রুয়ারি সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুই বাড়বে। তারপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তাপমাত্রা আবার কমবে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তারপর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িসহ কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা। সকাল ও রাতে হালকা কুয়াশার দেখা যেতে পারে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #kolkata weather, #Weather Update

আরো দেখুন