রাজ্য বিভাগে ফিরে যান

প্রথমবারের জন্যে বাংলায় ব্ল্যাক বেয়ার শুমারি, অভিনব কায়দায় নমুনা সংগ্রহ বনদপ্তরের

February 11, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় একমাত্র উত্তরবঙ্গেই ব্ল্যাক বেয়ার অর্থাৎ কালো ভল্লুকের দেখা মেলে। কিন্তু রাজ্যে কালো ভল্লুকের মোট সংখ্যা কত? সে তথ্য-পরিসংখ্যান বনদপ্তরের কাছে নেই। রাজ্যে ব্ল্যাক বেয়ারের সঠিক সংখ্যা জানতে, গত একমাস ধরে ডুয়ার্সসহ উত্তরবঙ্গের নানান এলাকায় শুমারি করছে রাজ্যের বনদপ্তর। এই প্রথম ভল্লুক শুমারির কাজে সাফল্য এসেছে। প্রসঙ্গত, ভল্লুকের গণনা করা হয় ডিএনএ টেস্টের মাধ্যমে। ইতিমধ্যেই ১০৮টি নমুনা সংগ্রহ করে, ডিএনএ পরীক্ষার জন্যে পাঠানো হচ্ছে। রিপোর্ট মিললেই জানা যাবে বাংলায় ব্ল্যাক বেয়ারের প্রকৃতি সংখ্যা। বাংলার বনদপ্তরের প্রধান মুখ্য বন্যপ্রাণ বনপাল দেবল রায়ের কথায়, বাংলার এই প্রথম ব্ল্যাক বেয়ার শুমারি করা হল। জানা গিয়েছে, ৮৮টি লোম এবং ২০টি রক্ত-মাংসের নমুনা মিলিয়ে মোট ১০৮টি নমুনা সংগ্রহ করে, ডিএনএ পরীক্ষার জন্য নমুনাগুলো হায়দ্রাবাদে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, কালো ভল্লুকরা সাধারণত পাহাড় ও সমতলের মধ্যবর্তী অঞ্চলে থাকে। অন্যান্য বন্যপ্রাণীদের শুমারি করা হলেও, কালো ভল্লুকের শুমারি এর আগে কখনও হয়নি। ভল্লুকের শুমারির জন্য গত নভেম্বরে বনদপ্তরের অফিসার ও কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একমাস ধরে শুমারির কাজ চলেছে। বনদপ্তরের দাবি, প্রথমবার বলে কয়েকটি জায়গায় শুমারির কাজ করা যায়নি। তবে তারা আশাবাদী, পরের বার থেকে উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই শুমারি করা হবে।

অন্যান্য প্রাণীর গণনা করা তুলনায় সহজ হলেও, ভল্লুকের গণনা খুবই কঠিন। কারণ, এদের ছবি তুলে পৃথক করে চিহ্নিত করা কার্যত অসম্ভব। একমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা করা যেতে পারে। সে’কারণে একেবারে অভিনব কায়দায় নমুনা সংগ্রহ করা হয়েছে। উত্তরবঙ্গের যেসব স্থানে কালো ভল্লুক থাকে, প্রথমেই সেই এলাকাগুলিকে চিহ্নিত করে ২০০টি সেক্টরে ভাগ করা হয়। তারপর ভল্লুকের পছন্দের খাবার সেই সব নির্দিষ্ট এলাকায় রাখা হয়। খাবার রেখে দেওয়ার পর এলাকাগুলোর চারিদিক সূক্ষ্ম কাঁটাতার দিয়ে ঘিরে দেওয়া হয়। গোটা ব্যাপারটা এমনভাবে করা হয়, যাতে তারগুলো ভল্লুকের চোখে না পড়ে। কিন্তু খাবার খেতে গিয়েই ভল্লুকগুলো খোঁচা খেয়েছে। ফলে কারও লোম আবার কারও কারও রক্ত-মাংসের কিছুটা পাওয়া গিয়েছে। সে’সবই সংগ্রহ করে নমুনা হিসেবে ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে। ফলাফল আসলেই জানা যাবে কালো ভল্লুকের সংখ্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

#black beer

আরো দেখুন