← রাজ্য বিভাগে ফিরে যান
শেষ হচ্ছে শীতের দিন, বাড়বে রাজ্যের তাপমাত্রা! রইল আপডেট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় এবার শীত বিদায়ের পালা। বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়ালস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় তেমন শীত অনুভূত না হলেও, পশ্চিমের জেলাগুলিতে সকালের দিকে থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গের আবহাওয়ায় আরও বেশ কিছুদিন শীত শীত ভাব থাকবে। আজ উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কেবলমাত্র, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং জলপাইগুড়িতে ভোরের দিকে বিক্ষিপ্ত কুয়াশা দেখা যেতে পারে। শনিবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গে ঊর্ধ্বমুখী হবে পারদ।