ফের মিসড কল অস্ত্রে শান! বুথে ঝান্ডা ধরার লোক নেই BJP-র?

বিজেপির অন্দরে খবর, বাংলার ৭৭ হাজার বুথের মধ্যে কেবলমাত্র ১০ হাজার বুথে বিজেপির বুথ কমিটি রয়েছে।

February 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নিঃশ্বাস ফেলছে বঙ্গের পঞ্চায়েত ভোট, এরই মাঝে ফের মিসড কল অস্ত্রে শান বিজেপির। একুশের বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বঙ্গবাসীর সামনে মিসড কল দিয়ে বিজেপি নেতা হওয়ার সুযোগ। অন্য গেরুয়া নেতাদের মতোই সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলছেন খোদ রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

বিজেপির অন্দরে খবর, বাংলার ৭৭ হাজার বুথের মধ্যে কেবলমাত্র ১০ হাজার বুথে বিজেপির বুথ কমিটি রয়েছে। গেরুয়া নেতারা বলছেন, বিজেপির ঝান্ডা ধরার লোক পর্যন্ত নেই। অন্যদিকে, দিল্লির গেরুয়া নেতারা বুথে বুথে কমিটি তৈরির জন্য চাপ দিচ্ছে। শাহ, নাড্ডারা জোর দিলেও কাজের কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে গতকাল অমিতাভ চক্রবর্তী সমাজ মাধ্যমে পোস্ট করেন, ‘বুথ গঠন করবই, সোনার পশ্চিমবঙ্গ গড়বই। ফোন করুন ৭৮২০০৭৮২০০।’ বঙ্গ বিজেপির হাল যে করুণ তা ফের প্রমাণিত হল। অন্যদিকে, মিসড কলে বিজেপির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়ার সমালোচনা করেছেন বিজেপির একাংশের নেতারা। তারা প্রশ্ন তুলছেন, দলের সদস্য সংগ্রহ, বুথ কমিটি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ কি মিসড কল দিয়ে হয়? ফলে এই ইস্যুতে বিজেপি কোন্দল মুক্ত হতে পারল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন