খেলা বিভাগে ফিরে যান

মহম্মদ শামিদের দাপটে প্রথম দিনই ২৬৩ রানে গুটিয়ে গেল অজিরা

February 17, 2023 | < 1 min read

*প্রথম দিনের শেষে: অস্ট্রেলিয়া: ২৬৩/১০, ভারত: ২১/০*

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ভারত বিনা উইকেটে করল ২১। ভারত পিছিয়ে ২৪২ রানে।


ভারতীয় বোলারদের জেদে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন প্যাট কামিন্সরা। পেস ও স্পিনের দাপটে প্রথম দিনই অজিবাহিনীকে গুটিয়ে দিতে সফল ভারত। তবে প্রথম টেস্ট ম্যাচের মতো এদিন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। উসমান খোয়াজা এবং পিটার হ্যান্ডসকম্বের ব্যাটে লড়াইর অবস্থায় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে।

ঘূর্ণি পিচ হলেও জোরে বোলাররা যে সাফল্য পেতে পারেন, এটা ভারতের দিকে তাকালেই বোঝা যাবে। প্রথম দু’টি এবং শেষ দু’টি উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে তাঁর নামের পাশে চার উইকেট। মহম্মদ সিরাজ়‌ ভাল বল করলেও উইকেট পাননি। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা নিজেদের ছন্দেই। দু’জনেরই নামের পাশে তিনটি করে উইকেট।

শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। ওপেনার ওয়ার্নারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানো গেলেও ৮১ রানের ইনিংস খেলে দলকে অক্সিজেন দেন খাওয়াজা। মিডল অর্ডারে হ্যান্ডসকম্ব ছাড়া ভারতীয় সিম আর সুইংয়ে বেগ পেতে হয় বাকিদের। নাগপুর টেস্টে ব্যাটে-বলে তাক লাগিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি। এদিনও সেই আগুনে ফর্মেই দেখা গেল তাঁকে। ১৪.৪ ওভার বল করে একাই চারটে উইকেট তুলে নেন বাংলার পেসার। আর বাকি কাজটা করেন দুই স্পিনার। জাদেজা ও অশ্বিন।


দিনের শেষে ক্রিজে অপরাজিত অধিনায়ক রোহিত শর্মা (১৩) এবং কেএল রাহুল (৪)। কিন্তু দিল্লির ঘূর্ণি পিচে আড়াইশোর বেশি রান বিশেষ মন্দ নয় বলে মনে করছেন ক্রিকেট পন্ডিতরা। ভারতীয় ব্যাটাররা বুঝেশুনে না খেললে চাপে পড়ে যেতে পারে ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

#test match, #Border gavaskar trophy, #India, #Australia

আরো দেখুন