ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোরের দিকে কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। শীত বিদায়ে তীব্র গরমে বিষাদের সুর গোটা বাংলা জুড়ে। আবহবিদদের আশঙ্কা, ফেব্রুয়ারির শেষের দিকে রাজ্যের তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। মার্চে তা পৌঁছে যাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের বেলা গরম অনুভূত হবে। রাতের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ আগামী ৫দিনে তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রির কাছাকাছি ৷
উত্তরবঙ্গে বৃষ্টি ও হালকা কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, দিনের বেলায় গরম অনুভূত হবে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী ২-৩ দিনে সামান্য বাড়বে।