← রাজ্য বিভাগে ফিরে যান
জেনে নিন আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতায় সকালের দিকে জলীয় বাষ্প বেশি থাকার সম্ভাবনা আছে।
যত বেলা বাড়বে আকাশ তত পরিষ্কার থাকার পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি করে বেশি থাকার ফলে গরম আরও বাড়তে চলেছে।
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ।