খেলা বিভাগে ফিরে যান

শনিবার ডার্বি, কেন টিকিট ফেরত পাঠাল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও খোদ আইএফএ?

February 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৩) যুবভারতী ক্রীড়াঙ্গনে সবাই মুখিয়ে আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বির জন্য। কিন্তু সেই ডার্বি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনা কি। যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গ্যালারিতে ১২০টি টিকিট দেওয়া হত। সেখানে ইমামি ইস্টবেঙ্গল কে অর্ধেক টিকিটও দিয়ে উঠতে পারেনি। মোহনবাগান পর্যন্ত পর্যাপ্ত টিকিট পায়নি। এতেই ক্ষুব্ধ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ভারতীয় ফুটবল ফেডারেশন।

৫০০টি সাধারণ টিকিট ভারতীয় ফুটবল ফেডারেশনকে পাঠায় ইমামি গ্রুপ যেটা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আইএফএ-র অভিযোগ, বাংলার দুই ক্লাব এবং ভারতীয় ফুটবল ফেডারেশনকে অপমান করেছে ইমামি।

কম টিকিট পাওয়ায় মোহনবাগান , ইস্টবেঙ্গল ও ভারতীয় ফুটবল ফেডারেশন সব টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছে ইমামিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Derby, #IFA, #East Bengal, #mohunbagan, #Yuba Bharati Krirangan, #tickets, #indian football federation

আরো দেখুন