কলকাতা বিভাগে ফিরে যান

কলেজ স্কোয়ারে চলছে লিটল ম্যাগাজিন মেলা

February 24, 2023 | < 1 min read

কলেজ স্কোয়ারে লিটল ম্যাগাজিন মেলা, ছবি সৌজন্যে- ফেসবুক/Sushovan Raychaudhury

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলেজ স্ট্রিট অর্থাৎ বইপাড়া চত্বর হল লেখক-প্রকাশক-সম্পাদক-বইক্রেতা-বইবিক্রেতাদের পীঠস্থান। কলকাতা আন্তর্জাতিক বইমেলা সদ্যই শেষ হয়েছে, এবার বইয়ের পীঠস্থান কলেজ স্কোয়ারে চলছে লিটল ম্যাগাজিন মেলা। গতকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা। আগামীকাল অর্থাৎ ২৫ অবধি চলবে মেলা।

লেখক তৈরির আঁতুড়ঘর হল লিটিল ম্যাগাজিন মেলা। বহু লড়াই-সংগ্রাম মিশে থাকে লিটিল ম্যাগাজিনের সঙ্গে, হাজারও যত্ন নিয়ে সম্পাদকরা এক একটি সংখ্যা করেন। বাংলা সাহিত্যের বহু লেখক-লেখিকা লিটিল ম্যাগাজিনের মাধ্যমেই উঠে এসেছেন। আজও বইপ্রেমীরা খুঁজে খুঁজে লিটিল ম্যাগাজিন কেনেন। সংগ্রহে রাখেন বিভিন্ন পত্রিকার বিশেষ বিশেষ সংখ্যা। তাই লিটিল ম্যাগাজিন মেলায় উপচে পড়ছে সাহিত্য অনুরাগীদের ভিড়। এবারের মেলায় ১১০টি পত্রিকার টেবিল থাকছে। তিনদিনব্যাপী এই মেলা চলছে কলেজ স্কোয়ার প্রাঙ্গণে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত।

কলেজ স্কোয়ারে লিটল ম্যাগাজিন মেলা, ছবি সৌজন্যে- ফেসবুক/Sushovan Raychaudhury
TwitterFacebookWhatsAppEmailShare

#College Square, #Little Magazine Fair

আরো দেখুন