রাজ্য বিভাগে ফিরে যান

কমছে আমদানির পরিমাণ, মৎস উৎপাদনে স্বনির্ভর হচ্ছে বাংলা

February 26, 2023 | < 1 min read


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালির পরিচয় মাছে-ভাতে। কিন্তু দিন দিন বাঙালির মাছ খাওয়া আমদানি নির্ভর হয়ে পড়েছিল। আস্তে আস্তে পরিস্থিতির বদল হচ্ছে, ফের সমৃদ্ধ হচ্ছে বাংলার মৎস ভান্ডার। কমছে আমদানি নির্ভরতা। পরিসংখ্যান বলছে, বাংলায় মাছের উৎপাদন বেড়েছে, আমদানি কমেছে। এ রাজ্যে অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ লরি মাছ আসত। এখন সেই সংখ্যা ২০০-তে এসে ঠেকেছে। উলুবেড়িয়া কলেজ এবং স্টেট ফিশারি অফিসার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক জাতীয়স্তরের সেমিনারে এসে গতকাল এ কথা জানান বাংলার মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roy Chowdhury)।

বাংলার মৎসমন্ত্রী জানান, বাংলাজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য জলাশয়ের অবস্থান, আয়তন সর্ম্পকে তথ্য সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে অল্প সংখ্যক কিছু জলাশয়ে মাছচাষ হয়। বাকি জলাশয়গুলোকে কীভাবে মাছ চাষের কাজে ব্যবহার করা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে রাজ্যের মৎস দপ্তর। মাছচাষের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে রাজ্যের তরফে। মাছচাষে উৎসাহিত করতে রাজ্যের মৎসদপ্তর একাধিক উদ্যোগও নিচ্ছে। কেউ মাছচাষকে জীবিকা রূপে গ্রহণ করতে চাইলে, তার জন্য জলাশয় এবং মাছচাষের ব্যবস্থা করে দেবে রাজ্য। তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fish production, #West Bengal, #biplab roy chowdhury

আরো দেখুন