রাজ্য বিভাগে ফিরে যান

আকাশে ঘনাচ্ছে মেঘ, দোলের আগেই চড়বে পারদ! কী বলছে হাওয়া অফিস?

February 27, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোর বা সকালের দিকে হালকা ঠান্ডার আমেজ। দুপুর ও রাতের দিকে আর্দ্রতা জনিত অস্বস্তি লেগেই আছে। তাপমাত্রার পারদ ওঠানামায় অনেকের ঠান্ডা-গরম লেগেছে। ঘূর্ণাবর্তই তাপমাত্রার বৃদ্ধির কারণ বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সকালের দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

হাওয়া অফিস বলছে, মার্চ মাসের শুরুতেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #kolkata weather, #Weather Update, #West Bengal

আরো দেখুন