ঊর্ধ্বমুখী পারদ, দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরম, রইল পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকালের দিকে মেঘলা আকাশ, সঙ্গে হাল্কা কুয়াশা। রাতের দিকে হালকা শীতের আমেজ, দুপুরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরমে জেরবার হচ্ছে বঙ্গবাসী। মার্চের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর বলছে, কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে, বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশি।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে দিন ও রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। মার্চের প্রথম সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।