বদলে গেল নাম, logo সাইবার হানার কবলে তৃণমূলের টুইটার হ্যান্ডেল?
এই মুহূর্তে টুইটার হ্যান্ডেলটির নাম দেখা যাচ্ছে ‘Yuga Labs‘। প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে Y আইকনের একটি ছবি।
February 28, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের নাম, প্রোফাইল পিকচার বদলে গেল। তবে কী সাইবার হানার কবলে তৃণমূল কংগ্রেস টুইটার অ্যাকাউন্ট? গতকাল গভীর রাতে বাংলার শাসক দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি বদলে দেওয়া হয়েছে। নাম বদলের পাশাপাশি প্রোফাইল পিকচারও বদলে গিয়েছে। এই মুহূর্তে টুইটার হ্যান্ডেলটির নাম দেখা যাচ্ছে ‘Yuga Labs‘। প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে Y আইকনের একটি ছবি।
যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টটিকে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে তৃণমূল। মনে করা হচ্ছে, গতকাল গভীর রাতে তৃণমূলের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।