লিলুয়া-বর্ধমান লাইনে টানা একমাস বাতিল লোকাল! জানেন কোন ট্রেনগুলো চলবে না?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়ার লিলুয়া-বর্ধমান লাইনে টানা একমাস বাতিল লোকাল। জানা গিয়েছে, রেল লাইন মেরামতির কাজের জন্যে টানা একমাস ব্যাপী হাওড়া শাখার লিলুয়া-বর্ধমান লাইনে বাতিল থাকবে ১৪ টি লোকাল ট্রেন। ফলত নিত্যযাত্রীদের নাজেহাল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্ব রেল তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য রেল লাইন সংস্কারের কাজ করা হবে। সে কারণেই আজ অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান লাইনে ১৪ টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। মাদলহ ডিভিশনের কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের দেরিতে চলার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, আগামী এক মাস ট্রেনের নিত্যযাত্রীদের ভুগতে হবে। রেল তরফে খবর, ১ এপ্রিল থেকে ফের স্বাভাবিক নিয়মে ট্রেন পরিষেবা আরম্ভ হবে।
এক নজরে দেখে নিন লিলুয়া-বর্ধমান শাখায় বাতিল ট্রেনের তালিকা:
- হাওড়া থেকে বাতিল- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫
- বর্ধমান থেকে বাতিল- ৩৭৮৩৪ ও ৩৭৮৪০
- পাণ্ডুয়া থেকে বাতিল- ৩৭৬১৪
- তারকেশ্বর থেকে বাতিল- ৩৭৩৫৪
- শ্রীরামপুর থেকে বাতিল- ৩৭০১২
- মশাগ্রাম থেকে বাতিল- ৩৬০৮৬