এশিয়া এগোলেও নামল ভারত, ইন্টালেকচ্যুয়াল প্রপার্টি ইনডেক্সে ভারতের স্থান ৪২

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি তথ্য-পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

March 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইন্টালেকচ্যুয়াল প্রপার্টি ইনডেক্সে আরও নামল ভারত। ২০২১ সালে ভারতের স্থান ছিল ৪০, চলতি বছর আরও দু’ধাপ নেমে ভারতের স্থান হল ৪২। সবচেয়ে লজ্জাজনক হল ৫৫টি দেশের মধ্যে ভারত ৪২তম স্থান পেয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে এই তালিকায় ভারতের স্থান ছিল ২০, স্পষ্টত মোদী আমলেই এই অবনমন হয়েছে। অন্তত পরিসংখ্যান এমনটাই বলে।

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি তথ্য-পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। অর্থনীতির নিরিখে গোটা বিশ্বের প্রথমসারির ৫৫টি দেশের মধ্যে সমীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, এই দেশগুলির উপরে বিশ্বের ৯০ শতাংশ জিডিপি নির্ভর করে। ইন্টালেকচ্যুয়াল সম্পদ থেকে আয় সংক্রান্ত তথ্যসহ পেটেন্ট, কপি রাইট বিষয়ক নানান তথ্যের ভিত্তিতে মার্কিন চেম্বার অফ কমার্স রিপোর্ট প্রস্তুত করেছে। রিপোর্ট বলছে, মরক্কো, ভিয়েতনাম, থাইল্যান্ড ইন্টালেকচ্যুয়াল প্রপার্টি ইনডেক্সে যথেষ্ট উন্নতি করেছে। ভারতের অবস্থান নীচের দিকে নামলেও এশিয়ার অন্যান্য দেশগুলোর পরিস্থিতি আশাব্যঞ্জক। মালেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর ইন্টালেকচ্যুয়াল প্রপার্টি ইনডেক্সে ভাল ফল করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen