সংক্রমণের জের, ফের লকডাউন জলপাইগুড়ি শহরে
দিন দিন করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের এক সপ্তাহের জন্য লকডাউন জারি হল জলপাইগুড়ি পুরসভা এলাকায়। আগামী ২০ জুলাই, সোমবার থেকে লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।
গত ১৫ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের অন্য শহরের সঙ্গে জলপাইগুড়ি পুরসভা এলাকায় লকডাউন ঘোষণা করেছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে হারে সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে তা মাথায় রেখে সোমবার থেকে সাত দিনের জন্য পুনরায় পুরসভা এলাকায় লকডাউন করা হচ্ছে বলে জানান জেলা শাসক অভিষেক তিওয়ারি।
এদিকে, করোনা সংক্রমণ রুখতে রবিবার ভোর ৫টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ময়নাগুড়িতে বাজার ও দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। অন্যদিকে, এদিন থেকে সাত দিনের লকডাউন শুরু হল জেলার চালসা, মঙ্গলবাড়ি সহ সমগ্র মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন সকাল থেকেই চালসা, মঙ্গলবাড়ি বাজারে দোকানপাট বন্ধ ছিল। বসেনি বাজারঘাটও। চালসা, মঙ্গলবাড়ি এলাকায় চলেনি টোটো, ম্যাজিক গাড়িও। লোকজনের সংখ্যা ছিল কম। শুধুমাত্র ওষুধ, গ্যাস, র্যাশন দোকান খোলা ছিল।