কর্নাটকে বিজেপি বিধায়কপুত্রের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার
কর্নাটক লোকায়ুক্তের এক আধিকারিক জানান, তাঁর অফিস থেকে বৃহস্পতিবারই ১ কোটি ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তারপরই তার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরেই বিধানসভা নির্বাচন কর্নাটকে। তার আগে অস্বস্তি বাড়ল বিজেপি’র। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন এক বিজেপি বিধায়কের ছেলে।
কর্নাটক সরকারের তরফে গঠিত লোকায়ুক্তের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকেরা বৃহস্পতিবার তল্লাশি চালান রাজ্যের বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষের পুত্র প্রশান্ত মাদলের বাড়িতে। এই তল্লাশি অভিযানেই উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। তার এক দিন আগেই ঘুষ নিতে গিয়ে লোকায়ুক্তের তদন্তকারীদের হাতে ধরা পড়েছিলেন প্রশান্ত। বৃহস্পতিবার বেঙ্গালুরুর জনবণ্টন এবং নিকাশি সংস্থার মুখ্য হিসাবরক্ষক হিসাবে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাঁকে। তাঁর অফিস থেকে টাকা ভর্তি ৩টি ব্যাগ উদ্ধার করা হয়। কর্নাটক লোকায়ুক্তের এক আধিকারিক জানান, তাঁর অফিস থেকে বৃহস্পতিবারই ১ কোটি ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তারপরই তার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, বিজেপি বিধায়ক মদল বীরুপক্ষপ্পা কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এই সংস্থার তৈরি ‘মাইশোর স্যান্ডেল’ সারা ভারতে বিখ্যাত। তাঁর ছেলেও এই ব্যবসার সঙ্গে যুক্ত। লোকাযুক্ত বিভাগের এক আধিকারিক জানান, আমরা ওনার (প্রশান্ত মদল) অফিসে তল্লাশি অভিযান চালিয়ে নগদ ১.৭ কোটি টাকা উদ্ধার করেছি। আমাদের অনুমান, বাবার হয়েই ঘুষ নিচ্ছিলেন প্রশান্ত। তাঁর অফিস থেকে উদ্ধার হওয়া টাকার উৎস খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে। পরে জানা যায়, মোট ৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, ছেলে ঘুষ নিতে গিয়ে ধরা পড়ার পরই বিজেপি বিধায়ক বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না। সংবাদ মাধ্যম থেকে আমি এই বিষয়ে জানতে পেরেছি। আমার ছেলের সঙ্গেও কথা বলতে পারিনি কারণ বর্তমানে ও লোকাযুক্তের হেফাজতে রয়েছে।”
বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিধায়কপুত্রের বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার নিয়ে এখন সরগরম কর্নাটক।