কলকাতা বিভাগে ফিরে যান

দোল-হোলিতে কম চলবে মেট্রো! জেনে নিন ট্রেনের নয়া সময়সূচি

March 5, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোলযাত্রা ও হোলির দিন মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় মঙ্গল ও বুধবার সংখ্যায় কম ট্রেন চলবে। ৭ এবং ৮ মার্চ কলকাতার উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ (গ্রিন লাইন) রুটে মেট্রো চলবে। বন্ধ থাকবে পার্পল লাইন রুটের মেট্রো পরিষেবা। শুক্রবার বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো।

একনজরে পরিবর্তিত মেট্রো পরিষেবা

দোলের দিন (৭ই মার্চ, মঙ্গলবার)

উত্তর-দক্ষিণ রুটে, ব্লু লাইন-এ মেট্রো ২৮৮টির বদলে ৬০টি (৩০টি আপ ও ৩০টি ডাউন) ট্রেন চলবে। এর মধ্যে ৫৮টি ট্রেন পরিষেবা (২৯টি আপ ও ২৯টি ডাউন) কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চালানো হবে। এই রুটে দপুর ২.৩০টা থেকে পরিষেবাগুলি শুরু হবে। মঙ্গলবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

  • কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬.৫০ টার র বদলে দুপুর ২.৩০।
  • দমদম থেকে কবি সুভাষ- সকাল ৬.৫০ ঘণ্টার বদলে দুপুর ২.৩০।
  • দমদম থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬.৫৫-য়ের বদলে দুপুর ২.৩০ ।
  • দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সকাল ৭টার বদলে দুপুর ২.৩০।
  • শেষ পরিষেবার সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না।

হোলির দিন (৮ই মার্চ, বুধবার)

  • ২৮৮টি পরিষেবার বদলে চলবে ১৮৮টি ট্রেন (৯৪টি আপ ও ৯৪টি ডাউন)। এর মধ্যে, ১৬৪টি পরিষেবা (৮২ আপ ও ৮২ ডাউন) কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চালানো হবে।
  • প্রথম ও শেষ পরিষেবার সময়ের কোনও পরিবর্তন করা হচ্ছে না।

দোলের দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুট (গ্রিন লাইন)

  • ১০৬টি পরিষেবার বদলে ২২টি ট্রেন (১১ আপ ও ১১ ডাউন) চলবে৷ এই রুটে এদিন পরিষেবা শুরু হবে বিকেল ৩টে থেকে। রাত ৮টা ২০ পর্যন্ত আধ ঘন্টার ব্যবধানে পরিষেবাগুলি পাওয়া যাবে৷ রাত ৮টায় উভয় টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবা পাওয়া যাবে।

হোলির দিন (৮মার্চ, বুধবার)

  • ১০৬টি পরিষেবার বদলে ৯০টি ট্রেন (৪৫ আপ ও ৪৫ ডাউন) চলবে।
  • প্রথম ও শেষ পরিষেবার সময়ের কোনও বদল করা হচ্ছে না।
  • ৯ মার্চ, বৃহস্পতিবার থেকে সব রুটে নিয়মমাফিক সকাল সাতটা থেকেই শুরু হবে মেট্রো চলাচল।
TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #holi, #dolyatra

আরো দেখুন